কুড়িগ্রাম জেলার রুপকল্প ২০২১, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ এবং ২০৪১ বাস্তবায়নে শতভাগ চাহিদা পূরণপূর্বক নিরাপদ ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ও দ্রুত সেবা দিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এর মধ্যে রয়েছে নতুন সংযোগ, কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার, ডিজিটালাইজেশন, মোবাইল অ্যাপসের মাধ্যমে অভিযোগ গ্রহন, ওয়েব সাইটে সকল ফরম অবমুক্তকরণ এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সকল ফি গ্রহন করা। অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে গ্রাহক সংযোগ বৃদ্ধি, প্রিপেইড মিটার স্থাপন, আন্ডার গ্রাউন্ড সিস্টেম চালুকরণ। এছাড়াও সিস্টেম লস্ হ্রাস করা, স্মার্ট গ্রীড পদ্ধতি চালুকরণ, সোলার হোম সিস্টেম বৃদ্ধিকরণ, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস